মেজিয়া ব্লক অফিসে জনসাধারণ তাদের সমস্যা নিয়ে গেলে তাদের বের করে দেওয়া হল

Rohit Mohanta
0


মেজিয়া , 30 , জুলাই :  মেজিয়া ব্লক অফিসে কাল অমিয় আয়রন স্টিল pvt. ltd. নামক এক বেসরকারি ফ্যক্টারি থেকে কালো ধোঁয়া ওঠার জন্য যে বায়ু দূষণের মাত্রা বেড়ে চলেছে এবং মেজিয়ার বাসিন্দারা যে বিভিন্ন অসুবিধার  সম্মুখীন  হচ্ছেন ।



তাই  জন্য তারা সবাই মিলে  বিভিন্ন অভিযোগ করেছেন । কাল এরই বিষয়ে একটি  জনশুনানি বা মিটিং হবার কথা ছিল । কিন্তু তা হয়নি , জনসাধারণের কাছে জানা  গিয়েছে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ।

   D.M না আসার জন্য সবাইকে ফিরে যেতে বলা হয়েছে - বললেন তৃণমূল নেতা রবিলোচন গোপ । তাকে যখন জিজ্ঞেস করা হয় - সবাই  বলছে মিটিং 10 টায় হওয়ার কথা ছিল  কিন্তু 1 টা পর্যন্ত কিছুই মিটিং হয়নি । তিনি বলেন 10 টার সময় কাউকেই আসতে বলা হয়নি । কিন্তু তিনি পরে আবার মিটিং হবে তা পরিষ্কার করে বললেন না ।

  এদিকে আবার ফ্যাক্টরি আরো বড়ো করে বানানো হবে জানা গেছে । তাহলে  জনগণের দাবির কি হবে ? --

 আরো আপডেট পেতে সঙ্গে থাকুন  ।

নিচে কমেন্ট করে বলুন এই বিষয়ে  আপনার কি মনে হয় । এবং শেয়ার  করুন  ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)