বাঁকুড়ায় বড়জোড়াতে সরকারি বাসের সাথে এক মহিলার ধাক্কা।।

Rohit Mohanta
0
  1. বাঁকুড়ায় বড়জোড়াতে সরকারি বাসের সাথে এক মহিলার ধাক্কা।।


নিজস্ব প্রতিনিধি:(বড়জোড়া):আজ সকাল সাড়ে নটা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার চৌমাথায় একটি সরকারি বাসের সাথে এক মহিলার ধাক্কা লাগে।ঘটনাস্হলে ওই আহত মহিলাকে উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা যায় ওই মহিলার নাম মমতা বাউরি(45)।স্বামীর নাম হারু বাউরি।তার বাড়ি বড়জোড়ার হরিনগাড়া গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্রর চেহারা নেয় বড়জোড়া চৌমাথা।উত্তেজিত জনতা সরকারি বাসটিকে ভাঙ্গচুর করে।ঘটনার জেরে বেশ কিছুক্ষন বড়জোড়া-দুর্গাপুর রাজ্যসড়কের যানজটের সৃষ্টি হয়।পরবর্তীকালে ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)