মেজিয়া: জামকুড়ি তে আজ বিকালে 6 টা নাগাদ দুই বাইক চালকের মধ্যে দুর্ঘটনায় আহত হয়েছে 2 জন ।
--আরো পড়ুন---
সূত্র মতে, দুই জন বাইক আরোহী মেজিয়া দিক থেকে ওভার স্পিড এ আসছিল আর তার বিপরীত দিকে নন্দন্পুর দিক থেকে আসা এক বাইক চালককে কে এক বাইক চালক ধাক্কা মামার জন্য দুই জনের ই ঘোর আঘাতে ছিটকে বাইক থেকে পরে নিহত হয়। আরেক জন বাইক চালক পালিয়ে যায়।
পরে সাধারণ মানুষ আসে ও পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের দুইজন কে বাঁকুড়া জেলা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ambulace ডাকেন।
এখনও বাইক চালকদের নাম জানা সম্ভব হয়নি। তাদের বয়স আনুমানিক 23 - 25 বছর।
*পরে এর আরও খবর পেতে সঙ্গে থাকুন।
Dune khub kharap laglo.
উত্তরমুছুন