![]() |
Photo : bankura24*7.com |
বৃদ্ধ মহিলার চোখ ওপরানোর চেষ্টা
ডাং মেজিয়া তে এক বৃদ্ধ মহিলা চোখ তোলার চেষ্টা করেছিল এই যুবক। প্রথমে বৃদ্ধ মহিলাকে আঘাত করেছে তারপর চোখ উপড়ানো হয়েছে। কারণবশত পাড়ার লোকজন খবর পেয়ে যায় এবং লোকটিকে প্রচুর পরিমাণে মারধর করেছে। এখন এই বয়স্ক মহিলা টি বাঁকুড়া Hospital এ রয়েছে। বয়স্ক মহিলার বাঁচার সম্ভাবনা প্রচুর কম।
বৃদ্ধ মহিলাটি বিকেল বেলায় পুকুর গেছিলেন। সেখানেই এই ঘটনাটি হয়েছে।

