বাঁকুড়ার মেজিয়ায় পঞ্চাশ কেজি গাঁজা সহ গ্রেফতার পাঁচ
তাপস সিনহা:(মেজিয়া):-পঞ্চাশ কেজি গাঁজা সহ পাঁচ জনকে গ্রেফতার করল বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ।গতকাল বিশেষ সুত্রে খবর পেয়ে মেজিয়া থানার গোপালগঞ্জ এলাকায় একটি বাইক আরোহীর কাছ থেকে বেশ কিছু গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই বাইক আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই গাঁজা পাচার চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর মেজিয়া বাজারের একটি গোপন আস্তানায় হানা দিয়ে পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Share on Whatsapp
