ঘন কুয়াশার জেরে ফসল নষ্টের আশঙ্কায় চিন্তার ভাঁজ কৃষকদের কপালে

Ranjit Ghosh
1 minute read
0
ঘন কুয়াশার জেরে ফসল নষ্টের আশঙ্কায় চিন্তার ভাঁজ  কৃষকদের কপালে
news7mejia

 রঞ্জিত ঘোষ,  বাঁকুড়া, ২৪ডিসেম্বর:  ' 'আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে' ' এই উদ্ধৃতাংশটি আমাদের সঙ্গে কৃষকসমাজের পরিচয় ঘটিয়ে দেয় । কৃষকরা হলো সমাজের অন্নদাতা, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উৎপাদন করে শস্য থেকে সবজি । বেশ কয়েকদিন থেকে সকাল হলেই কুয়াশার ঘনঘটা শহরজুড়ে , পাশাপাশি তাপমাত্রার পারদ নিম্নমুখী । ঘড়ির কাঁটায় এগারো'টা বাজলেও মিলছে না সূর্যের দেখা । এর ফলে সবজি এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে গঙ্গাজলঘাঁটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কৃষকরা |

জানায় , বেশ কয়েকদিন ধরে সকাল হলেই দীর্ঘস্থায়ী ঘন কুয়াশা , দেখা মিলছেনা ঝলমলে রোদের , এর ফলে শস্য ফসলে বাড়ছে মেড়ী পোকার  আক্রমণ ।
পাশাপাশি তারা আরো জানায় , ঘন কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কম থাকছে যার ফলে সবজি তুলে বাজারে পাঠাতে অসুবিধা হচ্ছে ।


               Share on Whatsapp 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025