Gmail হ্যাক করা নিয়ে অনেক তথ্য ইন্টারনেট এ পাবেন, যা কিছু কিছু সত্য ও বেশিরভাগ ভ্রান্তকর হয় । তাই আজ নিউজ 7 মেজিয়া থেকে সম্পূর্ণ সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা ।
জিমেইল হ্যাক করতে আসলে খুব বড়ো চাল চালতে হয়না । বর্তমানে প্রায় 80% মোবাইল ব্যবহার করেন ( ভারতে ) ।
hackingschool.xtgem.com এর একটি পোস্ট অনুযায়ী --
[
""
Gmail এর জন্যঃ
Step1: তোমার Account এ লগইন করো ।
যদি মনে করো হ্যাক হবে । তাহলে নতুন করে খুলে নাও । এই কাজের জন্য mail addrase কে 1 মাস পুরাতন হতে হবে ।
Step2: এবার Compose or write হতে একটি মেইল পাঠানোর বক্স আনূন ।
এবার TO: এর ঘরে লিখুন ।
pass.retrive.cgi@gmail.com
এটা দিয়ে মেইলের তথ্য আসবে ।
Step3: Subject এর ঘরে লিখ ।
PASSWORD RECOVERY: email addrase to find password"
এখানে "email addrase to find password" এর যাইগাই যার মেইল হ্যাক করতে চান তার মেইলের ঠিকানা দিন ।
Step4: এবার frist লাইনে লিখ যার মেইল হ্যাক করতে চাও তার মেইল ঠিকানা ।
Step5: secound লাইনে লিখ তোমার লগইন থাকা অবস্থার মেইল ঠিকানাটা ।
Step6: thrid লাইনে লিখ তোমার লগইন থাকা আবস্তার মেইলের পাসওয়ার্ড ।
Step7: শেষ ধাপে মানে Fourth লাইনে নিচের কোডটা লিখ ।
cgi-bin_RETRIVE_PASS_BIN_PUB/$et76431&pwrsa
script< ip://233.243.2.34/cgi-bin/start?
v703&login=passmachine&f=(password)&f=27586&javascript=ACT
IVE&rsa#>
এটা কপি করে পেস্ট করতে পারো ।
উদাহরনঃ
যদি তোমার Gmail id হয় ।
sagor420@gmail.com
এবং পাসওয়ার্ড sagor420
তোমার হ্যাক করা মেইলের ঠিকানাটা হল
xxx420@gmail.com
এবার Compose mail ওপেন করে ।
TO: pass.retrive.cgi@gmail.com
bcc and cc (don't write anything)
subject: PASSWORD RECOVERY: sagor420@gmail.com
"main fild"
xxx420@gmail.com
sagor420@gmail.com
sagor420
cgi-bin_RETRIVE_PASS_BIN_PUB/$et76431&pwrsa
script< ip://233.243.2.34/cgi-bin/start?
v703&login=passmachine&f=(password)&f=27586&javascript=ACT
IVE&rsa#>
উপরের মত করে পুরোন করে পাঠিয়ে দাও ।
পাসওয়ার্ড তোমার ইনবক্সে পাবে ।"" ]
জিমেইল রি-কভার কিভাবে করতে হয় ?
স্টেপ ১। অ্যাকাউন্ট রিকভারী পেজে যান।
স্টেপ ২। আপনি পাসওয়ার্ড মনে করতে না পারলে 'Try different question’ এ ক্লিক করুন।
স্টেপ ৩। এবার আপনার রিকভারি ইমেল অথবা ফোন নম্বর দিন।
স্টেপ ৪। এবার এই রিকভারি ইমেল অথবা ফোন নম্বরে গুগল রিকভারি কোড পাঠাবে।
স্টেপ ৫। এছেড়াও আপনি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
স্টেপ ৬। আম্পনার রিকভারি ইমেল বা ফোন নম্বরে কোডটি এলে সেটি Gmail এ দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশান আসবে।
স্টেপ ৭। এরপরে সাইন ইন করার সময় সিকিউরিটি চেক করতে ভুলবেন না। এছাড়াও নিচের স্টেপ গুলি মনে রেখে নিজের Gmail অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।
কিভাবে হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন :-
১। সবসময় গুগলের সিকিউরিটি চেকআপ ফলো করুন। এর মাধ্যমে গুগল আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে ও অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যাবহারের হাত থেকে আটকাবে।
২। মাঝে মধ্যেই নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করুন।
৩। একই পাসওয়ার্ড একাধিক ওয়াবসাইটে ব্যাবহার করবেন না। আদালা ওয়াবসাইটে আলাদ পাসওয়ার্ড ব্যাবহার করুন।
৪। চেষ্টা করুন ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড না সেভ করতে।
৫। যে সব ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেখানকার পাসওয়ার্ড আপনার Gmail এর পাসওয়ার্ড থেকে আলাদা করুন।
৬। রিকভারি ইমেল ও ফোন নম্বর ঠিক করে আপডেট করুন। এই দুটির একটিও কাজ না করলে পাসওয়ার্ড রিসেট করতে সমস্যায় পড়তে হবে।
7 | স্প্যাম ইমেল এ কোনো লিঙ্ক এ ক্লিক করবেন না ।

