বাংলায় আজ সূর্যগ্রহণ দেখার বাধা মেঘ | কিন্তু এই জায়গা গুলোতে দেখা যাবে ...

Rohit Mohanta
1 minute read
0


বাংলায় আজ সূর্যগ্রহণ দেখার বাধা মেঘ



সরঞ্জাম নিয়ে প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরে। ঝলমলে সূর্যগ্রহণ দেখার আশায় বুক বেঁধেছিল বাঙালি। কিন্তু সেই আশায় অনেকটাই জল ঢেলে দিল পশ্চিম ঝন্ঝা এবং একটি উচ্চচাপ বলয়।প্রকৃতির এই জোড়া ফলাতে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আকাশে মেঘ জমবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সূর্যের দেখা পাওয়া সম্ভাবনা নেই বললেই চলে।কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ বলেন আকাশ মেঘলা থাকবে। মনে হয় না সূর্য গ্রহন দেখা যাবে। প্রকৃতি চমক দিয়ে মেঘ সরিয়ে গ্রহণ দেখাবে এমনএমন ও চিন্তা ভাবনা করছে।
          কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীবন জানান কলকাতায় সকাল 8 টা 27 মিনিটে শুরু হয়ে গ্রহণ শেষ হবে বেলা 11 টা 32 মিনিটে। সকাল 9টা 53 মিনিটে সূর্যের 45% চাঁদের আড়ালে ঢাকা পড়বে।

           বিভিন্ন বিজ্ঞান সংগঠন বিজ্ঞান প্রচারক সংস্থা টেলিস্কোপে ফিল্টার লাগিয়ে সরাসরিসরাসরি গ্রহণ দেখার চেষ্টা করছিল। কিন্তু আচমকা মেঘের হানায় মুহ্যমান তারাও। কেউ কেউ "লাইভ স্ট্রিমিং" দেখানোর ব্যবস্থা করেছেন।
          প্রায় এক দশক পরে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা যাবে। এইএই গ্রহণে গোটা সূর্য চাঁদের আড়ালে ঢাকা পড়ে না। তার ফলে সূর্যের বাইরের অংশের আকার দৃশ্যমান হয়। এটা হয় পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আপেক্ষিক দূরত্বের ফারাক একারণেই। বলয়গ্রাস এরপর থেকে যতদুরে এ যাওয়া যাবে ততো অংশিক গ্রহণগ্রহণ হিসেবে সূর্যের কম অংশ ঢাকা পড়েতে  দেখা যাবে, তাইতাই এই রাজ্য থেকে সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানালেন (কান্নুর, কোঝিকোড়,কোচি, উঠি ,মাদুরাই,মেঙ্গালুরু ,তিরুচিরাপল্লি সহ বিভিন্ন জায়গা থেকে এ বার বলয়গ্রাস স্পষ্ট দেখা যাবে।
      

Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025