*আজ মেজিয়ার পলাশী গ্রামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির*
Author -
personRohit Mohanta
ডিসেম্বর ২৭, ২০১৯0 minute read
0
share
*আজ মেজিয়ার পলাশী গ্রামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির*
27 December 2019 *মলয় সিংহ* মেজিয়া:- ‘রক্তদান জীবন দান’ এই বানীকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল *পলাশী গ্রামবাসী বৃন্দ*। ২৭ শে ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার থেকে বেলা ১ টা পর্যন্ত উক্ত শিবিরে রক্তদান চলে। জানা যায় এদিন স্বেচ্ছায় ৪০ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদাতা ও উদ্যোগতাদের পক্ষ থেকে মলয় সিংহ জানান " রক্তদান আমাদের প্রত্যেকের নৈতিক ও সামাজিক কর্তব্যের সঙ্গে যুক্ত তাই আমাদের এই রক্তদান কর্মসূচী।