রঞ্জিত ঘোষ , গঙ্গাজল ঘাঁটি , ৩০ডিসেম্বর : শীত মানেই ভ্রমণবিলাসীদের কাছে এক বড় পাওনা । তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে একটুকরো মিষ্টি রোদ মেখে নিতে এবং সবুজ প্রকৃতির কোলে বনভোজন করতে অনেক পর্যটকই বেছে নিচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির ' 'গাংদুয়া ড্যাম্প ' ' কে ।
বাঁকুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটারের মধ্যেই অবস্থিত গাংদুয়া ড্যাম্প । যা বর্তমানে গাংদুয়া ইকো পার্ক নামে পরিচিতি লাভ করেছে । সরকারী তরফে এখানে স্থায়ীভাবে বানানো হয়েছে পার্ক, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য খোলা হয়েছে পুলিশসহায়তা কেন্দ্র , মোতায়েন করা হয়েছে সিভিক ভোলেন্টিয়ার । পাশাপাশি প্রশাসনের তরফে এলাকাটি কে প্লাস্টিক মুক্ত এলাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই পর্যটকরা ভীড় জমাচ্ছেন এখানে । এর ফলে বিক্রিবাটা বেশ ভালো তাই খুশি অস্থায়ী দোকানদাররা ।
পর্যটকরা জানায় , স্পীড বোট এবং রাত্রি যাপনের জন্য অতিথি নিবাসের সুবিধা পেয়ে তার রীতিমতো খুশি ।