মেজিয়ায় বিনোদন-আকর্ষণ
= সুচিত্রা সেন শিশু উদ্যান=
বাঁকুড়া থেকে৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেজিয়া যাওয়ার পর গ্রামীণ সড়ক ধরে প্রায় এক কিলোমিটারের মধ্যে তারাপুর ঝিল৷ প্রায় ৩০০ বিঘারও বেশি জায়গা জুড়ে তৈরী করা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি। কচিকাঁচা থেকে বৃদ্ধ, সকলের বিনোদনের নানা আয়োজন রয়েছে এই ঝিল চত্বরে৷ মনোরম পরিবেশে ঝিল চত্বরে ঘোরা কিংবা ঝিলের টলটল জলে বোটিং ছাড়াও থাকছে আনন্দ উপভোগের ঢালাও ব্যবস্থা৷ বেসরকারি উদ্যোগে ট্রেনের কামরার ধাঁচে তৈরি করা হয়েছে কয়েকটি কটেজ৷ প্রয়োজনে রাত্রিযাপনও করতে পারবেন পর্যটকরা৷ ঝিল চত্বরের শিশু উদ্যানটি প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের নামাঙ্কিত করা হয়েছে৷ সেখানে রয়েছে শিশুদের জন্য হ্যাপি প্ল্যানেট , রোমান ট্রেন থেকে শুরু করে মেরি গো রাউন্ড৷ বিনোদন পার্কে থাকছে রেস্তোঁরা৷ শুধু বাঁকুড়া নয় , অদূরের রানিগঞ্জ, আসানসোল থেকেও পর্যটকরা এসে তারাপুরের মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করছে

