মেজিয়ায় বিনোদন আকর্ষণ সুচিত্রা সেন শিশু উদ্যান

Rohit Mohanta
1 minute read
0
মেজিয়ায় বিনোদন-আকর্ষণ
= সুচিত্রা সেন শিশু উদ্যান=


৮ জানুয়ারি ২০২০, মলয় সিংহ, মেজিয়া :- শীতের মৌসুম এলেই ভ্রমণে যোগ হয় এক বাড়তি মাত্রা। বছরজুড়ে তো ঘোরাফেরা হয়ই, কিন্তু শীতের আমেজটাই যে একটু ভিন্ন। স্কুল-কলেজেও মেলে ছুটির ঘণ্টা। তাই পরিবারের সবাই মিলে সহজেই ঘুরে আসা যায় এই পর্যটন কেন্দ্র থেকে। বাঁকুড়া জেলার অন্য সব পর্যটন কেন্দ্র গুলির মধ্যে মেজিয়ার  সুচিত্রা সেন শিশু উদ্যানটি এখন পর্যটকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে।

বাঁকুড়া থেকে৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেজিয়া যাওয়ার পর গ্রামীণ সড়ক ধরে প্রায় এক  কিলোমিটারের মধ্যে তারাপুর ঝিল৷ প্রায় ৩০০ বিঘারও বেশি জায়গা জুড়ে তৈরী করা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি। কচিকাঁচা থেকে বৃদ্ধ, সকলের বিনোদনের নানা আয়োজন রয়েছে এই ঝিল চত্বরে৷ মনোরম পরিবেশে ঝিল চত্বরে ঘোরা কিংবা ঝিলের টলটল জলে বোটিং ছাড়াও থাকছে আনন্দ উপভোগের ঢালাও ব্যবস্থা৷ বেসরকারি উদ্যোগে ট্রেনের কামরার ধাঁচে তৈরি করা হয়েছে কয়েকটি কটেজ৷ প্রয়োজনে রাত্রিযাপনও করতে পারবেন পর্যটকরা৷ ঝিল চত্বরের শিশু উদ্যানটি প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের নামাঙ্কিত করা হয়েছে৷ সেখানে রয়েছে শিশুদের জন্য হ্যাপি প্ল্যানেট , রোমান ট্রেন থেকে শুরু করে মেরি গো রাউন্ড৷ বিনোদন পার্কে থাকছে রেস্তোঁরা৷ শুধু বাঁকুড়া নয় , অদূরের রানিগঞ্জ, আসানসোল থেকেও পর্যটকরা এসে তারাপুরের মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করছে


Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)