মেজিয়ায় অনুষ্ঠিত হল দৌড় প্রতিযোগিতা

Rohit Mohanta
0
মেজিয়ায় অনুষ্ঠিত হল দৌড় প্রতিযোগিতা


১২ই জানুয়ারি ২০২০, মলয় সিংহ , মেজিয়া :-  স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে মেজিয়া‌ বিবেকানন্দ ব্যায়াম সমিতি ও মেজিয়া থানার যৌথ উদ্যোগে সম্প্রীতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরুষ ও মহিলা দুটি বিভাগে এই দৌড় প্রতিযোগিতাটি হয়।

সকালে শীতের চরম ঠান্ডাকে উপেক্ষা করে পুরুষদের ৫ কিলোমিটার দৌড় শুরু হয় ৬০ নং জাতীয় সড়ক নাগরডাঙ্গা মোড় থেকে মেজিয়া বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রর্যন্ত। এবং মহিলাদের ৩ কিলোমিটার  তেওয়ারীডাঙ্গা থেকে বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রর্যন্ত।
 এদিন পুরুষ বিভাগে প্রায় ২০০ জন এবং মহিলা বিভাগে ৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও এদিন দৌড় প্রতিযোগিতা শেষে একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।।
Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)