রানীগঞ্জে বাসের চাকায় পিষ্ট দুই স্কুল পড়ুয়া
১৫ ই জানুয়ারি , রানীগঞ্জ , মলয় সিংহ(স্টাফ রিপোর্টার):-_ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাসের ধাক্কায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটল রানীগঞ্জ শহরে।
স্থানীয় সূত্রের খবর , ১৪/০১/২০২০ মঙ্গলবার বেলা প্রায় বেলা ২:৩০ টা নাগাদ ভৈরবরাজ বাসটি রানীগঞ্জ থেকে সোনামুখী যাওয়ার পথে রানীগঞ্জের কাছেই ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুই স্থানীয় শিক্ষার্থীকে ধাক্কা মারে।
ঘটনা স্থলেই দুই পড়ুয়ার মৃত্যু ঘটে। স্থানীয়রা বাসটিকে ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা রানীগঞ্জ এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ছে ।।
News 7 Mejia
"সব সময় , সবার মাঝে"

