মেজিয়া ব্লক ছাত্র যুব উৎসব
News 7 mejia
১৭ ই জানুয়ারি, মেজিয়া, মলয় সিংহ (স্টাফ রিপোর্টার):- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত মেজিয়া হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মেজিয়া ব্লক ছাত্র যুব উৎসব। শুক্রবার সকালে উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই যুব অনুষ্ঠানটি ১৭-০১-২০(শুক্রবার) এবং ১৮-০১-২০(শনিবার) এই দুই দিন ধরে চলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া বিধান সভার বিধায়ক মাননীয় স্বপন বাউরী মহাশয়, উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অনিরুদ্ধ ব্যানার্জি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত অফিসার , উপস্থিত ছিলেন মেজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য বিশেষ অতিথিবর্গ ।
এই যুব অনুষ্ঠানে প্রতিটি এলাকার ছাত্র ছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান - অঙ্কন, কুইজ,আবৃত্তি, নৃত্য, সঙ্গীত.... প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নাচ গান,লোক সঙ্গীতে জমে উঠেছে মেজিয়া ব্লক ছাত্র যুব উৎসব ।
News 7 mejia
সব সময় , সবার মাঝে

