বাঁকুড়া জুড়ে সমারোহে পালিত হচ্ছে 'টুসু' ও 'পৌষপার্বন'

Ranjit Ghosh
1 minute read
0
                                pic source internet


নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া,১৫জানুয়ারী: আছে বাঙ্গালীর বার মাসে তেরো পার্বণ । তাই এই তেরো পার্বণের অংশ হিসেবে পৌষমাসের সংক্রান্তি দিনটি উৎসবের নানা রঙে রাঙিয়ে নিতে অভ্যস্ত বাঙালীরা ।


পৌষমাসের এই শেষতম দিনটি মানেই উৎসব পিপাষু বাঙালীর কাছে  'পৌষ সংক্রান্তি',  ' মকর সংক্রান্তি', 'টুসু' উৎসব এবং পিঠে পুলীর এক মেলবন্ধন । তাই রাঢ় বঙ্গের বিভিণ্ণ অঞ্চলের মতো বাঁকুড়াতেও মহা সমারোহে পালিত হচ্ছে টুসু পরব । এখানে 'টুসু' মূলত লৌকিক দেবী রূপেই পূজিত হয় । টুসু মূর্তি হিসেবে পূজিত হয় না বললেই চলে ।অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে  পৌষমাসের সংক্রান্তি পর্যন্ত টানা এক মাসব্যাপী এই পুজো চলে । সাধারণত  কুমারীমেয়েরাই সঙ্গবদ্ধ ভাবে এই পুজো করে থাকে । ছোট্ট মাটির পাত্র (টুসু ) তুষ বা কুৃড়ো দিয়ে সিঁদুর, কাজল ও ফুল সহযোগে অলংকৃত করা হয় টুসুদেবী কে  চলতি ভাষায় গানের আকারে পুজো সমাপনের পর চিঁড়ে, বাতাসা বা ছলা নিবেদন করা হয় দেবী টুসুর নিকট । এই পুজোপ্রক্রিয়াটির বিশেষ ধুম লক্ষ্যকরা যায় মকর সংক্রান্তির আগের রাত্রিতে । তারপর মকর সংক্রান্তির সকালে  টুসু দেবীকে চতুর্দলায় করে নিয়ে জাওয়া হয় নদী বা পুকুরে এবং সেখানেই নিরঞ্জন করা হয় দেবীকে । পাশাপাশি মকরদিন সকাল পূণ্য স্নানের পর থেকেই  বাঙালীর পাতে পাতে চলতে থাকে পিঠে ভুঁড়িভোজ  বা পৌষপার্বণ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 18, March 2025