বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় পার্থ চট্টরাজের ৪৪ তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির ও ফুটবল টুর্নামেন্ট

Malay Singha
1 minute read
0
বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় পার্থ চট্টরাজের ৪৪ তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির ও ফুটবল টুর্নামেন্ট

১৮ ই জানুয়ারি,দূর্লভপুর, মলয় সিংহ (স্টাফ রিপোর্টার) :-  বিশিষ্ট সমাজসেবী ও উচ্চ মানসিকতার মানুষ তথা দূর্লভপুর আনন্দমার্গ স্কুল যার স্মৃতিতে বিজড়িত সেই মহান ব্যাষ্টি স্বর্গীয় পার্থ চট্টরাজের ৪৪ তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির ও ফুটবল টুর্নামেন্ট ।

১৮ই জানুয়ারি সকাল ৯ ঘটিকায় পার্থ চট্টরাজ স্মৃতি শীল্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দমার্গ প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য তন্ময়ানন্দ অবধূত, প্রাধান অতিথির আসন অলঙ্কৃত করেন গঙ্গাজলঘাটি ব্লকের BL & BLRO শ্রী বাপী হালদার মহাশয় , এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও গঙ্গাজল ঘাঁটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় শ্রী নিমাই মাজী মহাশয়, এছাড়াও সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত করেন পার্থ ফিলানথ্রফি ট্রাষ্টের সদস্য মাননীয় নিশাকর পান্ডা মহাশয়।

সকাল ১০ ঘটিকায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গ প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য নির্মাল শিবানন্দ অবধূত, প্রধান অতিথির আসন্ন অলঙ্কৃত করেন Essar oill and Gas E and P Ltd. এর GM শ্রী দেবজীৎ কর মহাশয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডঃ পরিমল দেবনাথ মহাশয়। সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রীমতী রিঙ্কু মন্ডল মহাশয়া ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
চিকিৎসা শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ কৌশিক সুর (Cardiology), ডাঃ জগবন্ধু ঘোষ, (General Physician), ডাঃ মৃনাল কান্তি রায় (MBBS), ডাঃ সৌমেন সাধুখান(MBBS), ডাঃ মধুরিমা দেবাশীষ (BDS)দাঁত,শ্রী ভোলা(ECG & Lab Tachnician) কলিকাতা, ডাঃ অনুরুনা দে(MD), আচার্য আত্মধ্যানানন্দ অবধূত(হোমিওপ্যাথি), বন্দনা দে(M.S.C নিউরো থ্যারাপিষ্ট)কলি.

এদিন এই চিকিৎসা শিবিরে প্রায় ৭৩০ জন রোগী চিকিৎসা করান  ও বিভিন্ন ধরনের পরিক্ষা নিরিক্ষা করান।
আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত জানান এভাবে মানুষের সেবা করতে পেরে ও মানুষের পাশে থাকতে পেরে আমরা ধন্য ।।

Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 18, March 2025