আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Malay Singha
0
আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির


১৯শে জানুয়ারি , মেজিয়া , মলয় সিংহ (স্টাফ রিপোর্টার):- দরিদ্র মানুষের সেবা করতে এবং উন্নত সমাজ গঠনের লক্ষ নিয়ে মেজিয়ায় গড়ে উঠেছে আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন

সমাজ কল্যাণের‌ লক্ষে দূর্গাপুর প্যারামেডিকেল কলেজের সহযোগীতায়, আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় আজ মেজিয়া ব্লকের পোস্ট অফিসের নিকট কালী মন্দিরে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উক্ত চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু চিকিৎসা করেন দূর্গাপুর প্যারামেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকগণ।
এদিন প্রায় ৮০ জন‌ মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করান এবং তাদের মধ্যে ১৫ জনকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়।

উদ্যোক্তারা জানান প্রত্যান্ত এলাকার দুঃস্থ গরীব মানুষের কাছে এরূপ সুবিধা পৌঁছে দিতে পেরে আমার ধন্য, আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)