নিজস্ব সংবাদদাতা, ২২জানুয়ারী : কংসাবতী নদী থেকে বাঁকুড়ার সারেঙ্গার বিভিণ্ণ অঞ্চলে জলসরবরাহের জন্য সারেঙ্গার ফতেডাঙায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে বানানো হয় একটি জলের ট্যাঙ্ক । দু বছর পূর্ণ হতে না হতেই তা আজ হুড়মুড়িয়ে ভেঙে পরে ।
স্থানীয় সূত্রে জানাযায় , এদিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের ট্যাঙ্কটির অবস্থার অবনতি হতে থাকে । ট্যাঙ্কটির একটি অংশে ফাটল দেখা দেয় এবং সিমেন্টের প্লাস্টার খসে পড়তে শুরু করে । তার পর প্রায় বিকেল তিন'টার সময় আচমকাই ভেঙে পরে জলের ট্যাঙ্কটি । এবং বিকট শব্দ শুনে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা । এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে ।
এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি ।

