দাম কমল পেট্রোল-ডিজেলের

Rohit Mohanta
0




আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতে হ্রাস হল পেট্রোল, ডিজেলের দাম। বৃহস্পতিবার পেট্রোলের দাম কমেছে ১৭ পয়সা। ডিজেলের দামেও লিটার পিছু ১৯ পয়সার পতন হয়েছে।

কলকাতায় এখন এক লিটার পেট্রোলের দাম ৭৭.২৫ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৭০.২২ টাকা। চলতি মাসের ১২ তারিখ থেকেই কমছে পেট্রোল ও ডিজেলের দাম। অপরিশোধিত তেলের দাম দুই শতাংশ কমেছে চিনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে।

চিনে কিছুটা হলেও চাহিদা কমেছে তেলের, ফলে দাম কমছে বিশ্ববাজারে। ভারত নিজের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ বাইরে থেকে আমদানি করে। প্রতিদিন বিশ্বে ব্রেন্টের দাম অনুযায়ী ভারতে দাম নির্ধারিত করা হয়। ভোর ছটা থেকে নয়া হার কার্যকর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)