-:স্বেচ্ছায় রক্তদান শিবির:-
26, January 2020, তারাপুর :-‘রক্তদান জীবন দান’ এই বানীকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তারাপুর মা ডুমুরাবুড়ি পূজা কমিটি। 26 শে জানুয়ারি, রবিবার 71 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, সকাল সাড়ে 9টা থেকে বেলা 2 টা পর্যন্ত উক্ত শিবিরে রক্তদান চলে। জানা যায় এদিন স্বেচ্ছায় 75 জন রক্তদাতা রক্ত দান করেন। তার মধ্যে পুরুষ রক্তদাতা 44 জন এবং মহিলা রক্তদাতা 31জন।
এবং ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে 60 জন।
বিপ্লব ভুই, কমিটির সক্রিয় সদস্য:-সমস্ত রক্তদাতাদের রক্তদান কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং তিনি বলেন রক্তদান শিবির সকলের সহযোগিতায় ও উৎসাহে এক মিলন উৎসবে পরিণত হয়েছে। এতে আমরা খুবই আনন্দিত।তিনি আরো বলেন যে সকলের সহযোগিতা ও ভালবাসা আগামী দিনে এই অনুষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে ও আরো সুন্দর ও সর্ব সর্বাঙ্গীণ করতে অনুপ্রেরণার কাজ করবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সংবাদ আকারে মানুষের সামনে তুলে ধরার জন্য News7Mejia চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
🙏কৃষ্ণ চন্দ্র পাল বলেন ::-
কমিটির সম্পাদক 'কৃষ্ণ চন্দ্র পাল' বলেন এত মানুষের সমাগম এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা অপ্লুত।
আমরা প্রত্যেক রক্তদাতা এবং আজকের উপস্থিত সকলকে অভিনন্দন জানাই।🙏
কমিটির সম্পাদক 'কৃষ্ণ চন্দ্র পাল' বলেন এত মানুষের সমাগম এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা অপ্লুত।
আমরা প্রত্যেক রক্তদাতা এবং আজকের উপস্থিত সকলকে অভিনন্দন জানাই।🙏
![]() |