রানীগঞ্জে মোট পাঁচটি বেসরকারি হাসপাতাল বন্ধের নোটিশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর

Rohit Mohanta
0
রানীগঞ্জে মোট পাঁচটি বেসরকারি হাসপাতাল বন্ধের নোটিশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর


৩১শে জানুয়ারি, রানীগঞ্জ, নিজস্ব প্রতিনিধি:-গতকাল বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে গেল রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের দরজা। ও হোপ পড়েছে "KM" , "আনন্দলোক", সহ মোট পাঁচটি বেসরকারি হাসপাতালে।পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের নোটিশের ধাক্কায় এই ধরনের চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের ফলে আলোড়ন পড়ে গেছে পুরো রানীগঞ্জ শহর জুড়ে। বৃহস্পতিবার জেলা দপ্তর এর তরফ থেকে শহরে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন  বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট বিভাগে তরফ থেকে। সরকারি নিয়ম মানা হচ্ছে না, নিয়মিত কর্মী নেই, নার্সের সংখ্যাও কম হচ্ছে, তারই জেরে বন্ধের নোটিশ দেওয়া হলো মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল সহ আরো পাঁচটি নার্সিংহোমকে। এই নোটিশ এ আপাতত মারওয়াড়ি হাসপাতাল, KM হাসপাতাল, আনন্দলোক হাসপাতাল, পিএন মালিয়া হাসপাতাল ও ট্রিবিনা হাসপাতাল কে চিহ্নিত করা হয়।

 একইসঙ্গে বন্ধের নোটিশ জানানো হয় সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে।এর জেরে এলাকার বহু রোগী রানীগঞ্জ মারওয়ারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত।  এই নোটিশ এ বিভিন্ন হাসপাতাল কর্মীরা সহ ক্ষুব্দ রোগীরা ও তাদের পরিবার।


Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)