প্রবল আর্থিক দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে শনিবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যক্তিগত আয়করে কর ছাড়ের পাশাপাশি আবাসনে কর ছাড়ের সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কীসের দাম কমল-বাড়ল:
দাম কমল:
নিউজপ্রিন্ট, খেলার সরঞ্জাম, চিনি, কৃষিজ-প্রাণীজভিত্তিক সামগ্রী, মাইক্রোফোন, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু।
দাম বাড়ল:
আসবাব, জুতো, সিগারেট ও তামাকজাত দ্রব্য, গৃহস্থলির নানা সরঞ্জাম, ফ্যান-সহ বৈদ্যুতিন সরঞ্জাম, মোবাইল ফোন, স্টিল, খেলনা, অ্যালকোহল যুক্ত পানীয়, কুকার, অ্যালকোহল, আমদানিকৃত চিকিৎসা সামগ্রী, ইলেকট্রিক গাড়ি ছাড়া অন্যান্য বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ, টি-কফি মেকার, রেফ্রিজারেটর ইত্যাদি।
Photo & article credit by : Eisomoy
Photo & article credit by : Eisomoy