প্রশ্ন উঠেছে , অনলাইন পেমেন্ট অ্যাপ গুলি নিয়ে | কেন তারা ব্যবহার কারি দের দিচ্ছে এত এত টাকা ?

staff reporter
0


ভারতে 2016 সালের নোট বন্দির এর পর থেকেই সাধারণ মানুষের কাছে অনলাইন পেমেন্ট করা খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে  | এগুলি থেকে পেমেন্ট করা হয়েছে খুবই সহজ । এখন এই অ্যাপ গুলি যে পরিমানে টাকা বা reward দিচ্ছে , তাতে সবারই কাছে এগুলি জনপ্রিয়তা অর্জন করেছে ।

কিন্তু,  একবারও ভেবে দেখেছেন , কেন এরা এত এত টাকা দিচ্ছে  ?

ইনটারনেটে এই বিষয়ে অনেক পঙ্গতি পাবেন । কিন্তু, সেগুলি প্রমান বিষয়ক নয় । কিন্তু এই সব মিলিয়ে একটাই কথা মাথায় আসে " তাহলে এগুলো দেয় কেন  ? " ।

কারন, এই কোম্পানি গুলি নিজেদের টার্মস্য বা পলিসি নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে না । তারা সংক্ষিপ্ত জানায় যে এটা তাদের ইনভেস্টমেন্ট ।

কিছু অর্থনীতি বিদের মতে , ভারতের অর্থনীতির মানদণ্ড হল ভারি শিল্প । আর এই সব শিল্পের বড়ো বড়ো টাকা লেনদেন পেমেন্ট অ্যপ গুলির মাধ্যমে খুব তাড়াতাড়ি হয় । যার বদলে অ্যাপ গুলি 1.5 - 2% পর্যন্ত কমিশন নেয় ।

কিন্তু, UPI পেমেন্ট থেকে এক পয়সা নেয়না , উল্টে আমাদেরকে টাকা বা REWARD দেয় ।

উওরটা , তাহলে কি  ? এটা শেয়ার মার্কেট থেকে শেয়ারের টাকা , নাকি কালো টাকা ?

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)