ভোটার আইডি কার্ড থাকলেই কি নাগরিকত্ব প্রমাণ হয়? গত এক সপ্তাহে দেশের বিভিন্ন আদালতে পরস্পরবিরোধী রায় দেওয়ায় এখন এই প্রশ্ন উঠছে।
১২ ফেব্রুয়ারি গৌহাটি হাই কোর্ট নিজেদের পুরনো রায়ের ভিত্তিতে বলে যে ভোটার আইডি কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। মুনিন্দ্র বিশ্বাস বলে একজন আদালতে মামলা করেন এই বলে যে তাঁর নাম ভোটার তালিকায় আছে। অতএব তিনি বৈধ নাগরিক। কিন্তু সেই কথা মানতে চায়নি গৌহাটি হাই কোর্টের বেঞ্চ। অসম রাজ্য বনাম বাবুল ইসলাম মামলার রায়ের ভিত্তিতে নিজেদের বিচার শুনিয়েছে আদালত।
১৯৯৭ সালের ভোটার স্লিপের কাগজ জোগাড় করেছিলেন মুনিন্দ্র। আদালত বলে যে এতে প্রমাণ হয় না ১৯৭১ সালের আগে অসমে ছিলেন তিনি বা তার পরিবার। অসম চুক্তি অনুযায়ী যারা ১৯৭১-এর আগে রাজ্যে এসেছে বাইরে থেকে তাদের অসমের নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে।
একই দিনে আদালত আরেক ব্যক্তির নাগরিকত্বের দাবি খারিজ করে দিয়েছে। সে তাঁর বাবা-মার ভোটার লিস্টে নাম দেখিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে নিজের কোনও সম্পর্কের আইনি প্রমাণ দেখাতে পারেনি। প্যান ও ব্যাঙ্কের কাগজ মানেনি আদালত।২০১৮ সালে আদালত জানিয়েছিল যে কোনও অন্য প্রমাণ ছাড়া শুধু ভোটার আইডি কার্ড দেখালে সেটাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানা হবে না।
Source : bangla.hindustantimes.com
Share on Whatsapp
Share on Whatsapp

