আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হল "পদক্ষেপ"-এর পথ চলা |
২২শে ফেব্রুয়ারি,মেজিয়া নিজস্ব প্রতিনিধি: - গতকাল ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল বাঁকুড়ার মেজিয়া বোর্ড স্কুলে এবং তারই সঙ্গে শুভ উদ্বোধন হল ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "পদক্ষেপ" এর । এদিন সকাল ১১টা নাগাদ ভাষাশহীদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক,শিক্ষক - ত্রিলোচন ভট্টাচার্য্য,ফনীভুষণ মন্ডল, বরুণ বরণ বন্দ্যোপাধ্যায়, অভয়াপদ চৌধুরী, উমা দে , স্বরূপ মুখার্জী,সাধন ঘোষ প্রমুখ। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "পদক্ষেপ" এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ত্রিলোচন ভট্টাচার্য্য,ফনীভূষণ মন্ডল, অভয়াপদ চৌধুরী, বরুণ বরণ বন্দ্যোপাধ্যায়,উমা দে, সাধন ঘোষ ও অন্যান্য গুণীজনেরা ।এই "পদক্ষেপ" ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা টি সম্পাদনা করেন - মলয় সিংহ , এবং পত্রিকাটির উপদেষ্টা হিসেবে ছিলেন - শ্রদ্ধেয় শিক্ষক অভয়াপদ চৌধুরী, স্বরূপ মুখার্জী পত্রিকাটির সম্পাদক- মলয় সিংহ জানান আমাদের মাতৃভাষার জন্য যেসব শহীদরা আত্মবলিদান দিয়েছেন তাদের চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পথ চলা শুরু করল "পদক্ষেপ"। এই ডিজিটালাইজেশনের যুগে যে সকল নবীন প্রজন্ম সাহিত্যিকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখে এবং সাহিত্যের আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ সংগ্রামে লিপ্ত, 'পদক্ষেপ তাদের সৃজনী সত্ত্বাকে বহিঃপ্রকাশের এক ক্ষুদ্রতম প্রয়াস। এই পত্রিকাকে লেখায় লেখনীতে সমৃদ্ধ করে তুলেছে আঞ্চলিক কবিদের পাশাপাশি বাংলাদেশের মাধুরী মাধু নামের এক লেখিকাও ।