বড়জোড়া , ৫ মার্চ
পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল মা ও ছেলের। গত কাল বিকেল নাগাদ পুরুলিয়া থেকে দুর্গাপুরগামী "পরমা" নামের বাসটি মালিয়াড়া অতিক্রম করে বাগুলি জোড়া সতীনে পুকুরের কালভাটের নিকট একটি টাটা ইন্ডিগো মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হলে ঐ বাসের অন্যান্য সব যাত্রীদের মধ্যে চুমকি দাস ও তার এক বছরের শিশুসন্তান সায়ন দাসের মৃত্যু হয়। মুখোমুখি সংঘর্ষে জোর ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হলে ঐ বাসে চাপা পড়ে মা ও ছেলে। উদ্ধারকারী মানুষ ও স্থানীয় পুলিশের সহায়তায় ক্রেনের সাহায্যে বাসটিকে সোজা করে মা ও ছেলেকে বড়জোড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে চুমকি দাসের মৃত্যু সংবাদ থাকলেও চিকিৎসা কেন্দ্রে শিশুসন্তান সায়ন দাসের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যায়। মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া মালিয়াড়া জুড়ে ।
সংগৃহীত
পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল মা ও ছেলের। গত কাল বিকেল নাগাদ পুরুলিয়া থেকে দুর্গাপুরগামী "পরমা" নামের বাসটি মালিয়াড়া অতিক্রম করে বাগুলি জোড়া সতীনে পুকুরের কালভাটের নিকট একটি টাটা ইন্ডিগো মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হলে ঐ বাসের অন্যান্য সব যাত্রীদের মধ্যে চুমকি দাস ও তার এক বছরের শিশুসন্তান সায়ন দাসের মৃত্যু হয়। মুখোমুখি সংঘর্ষে জোর ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হলে ঐ বাসে চাপা পড়ে মা ও ছেলে। উদ্ধারকারী মানুষ ও স্থানীয় পুলিশের সহায়তায় ক্রেনের সাহায্যে বাসটিকে সোজা করে মা ও ছেলেকে বড়জোড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে চুমকি দাসের মৃত্যু সংবাদ থাকলেও চিকিৎসা কেন্দ্রে শিশুসন্তান সায়ন দাসের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যায়। মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া মালিয়াড়া জুড়ে ।
সংগৃহীত