রঞ্জিত ঘোষ , গঙ্গাজলঘাঁটি , ২মার্চ :
সি.এল বোনাস সহ একাধিক প্রাপ্য সুবিধাগুলি পাওয়ার দাবী নিয়ে অবস্থান বিক্ষোভের পথে পা বাড়াল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন্টেনেন্স সহ বিভিন্ন বিভাগের শ্রমিকরা । এদিন সকাল থেকেই কাজ বন্ধ রেখে ডি.ভি .সি' র বিভিন্ন গেটগুলির সামনে অবস্থান বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা । এর ফলে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে দুর্লভপুর সংলগ্ন বাঁকুড়া রানীগঞ্জ ৬০নম্বর জাতীয় সড়ক। সকাল গড়িয়ে বিকেল হলেও অবস্থান বিক্ষোভে অনড় শ্রমিকরা ।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের দাবী , আমরা দীর্ঘদিন যাবৎ বিভিণ্ণ ঠিকাদারী সংস্থার অধীনে কাজ করে আসছি মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে । কিন্তু সংস্থাগুলি আমাদেরকে সি.এল , বোনাস , কাজ অনুসারে প্রাপ্য মজুরী সহ একাধিক সুবিধা থেকে বঞ্চিত করছে । এ নিয়ে আমরা বার বার আবেদন জানালেও কোনো সুরাহা মেলেনি ডি.ভি.সি তরফে । তাই আমরা বাধ্য হয়ে সকল শ্রমিক মিলে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি । ডি.ভি.সি তরফে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে ।