কালবৈশাখীর দাপটে উড়ল বাড়ির ছাদ

এডিটর
0
মলয় সিংহ, মেজিয়া ৭মে: একদিকে যখন করোনা আতঙ্ক, অন্যদিকে তখন গোদের ওপর বিষ ফোড়ার মতো রুষ্ট প্রকৃতির তান্ডবলীলা চলছে বাঁকুড়া জুড়ে । কখনো একদিন অন্তর আবার কখনো বা নিয়মিত ভাবে বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়ছে কাল বৈশাখীর থাবা ।যার প্রভাবে ঘটছে শস্যহানী উড়ছে বাড়ির ছাদ ।এমনই কিছু ঘটনা ঘটল বৃহস্পতি বার বিকেলের কাল বৈশাখীর প্রভাবে ।
গতকাল বিকেলে গঙ্গাজলঘাঁটি মেজিয়াসহ বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে আকাশ ছেয়ে যায় কালো মেঘে শুরু হয় প্রবল বর্ষণ, পাল্লাদিয়ে বাড়তে থাকে ঝড়ের বেগ বিদ্যুতের চমকানি কোথাও কোথাও শীলাবৃষ্টি । ঝড়ের দাপটে উড়ল মেজিয়া ব্লকের পলাশী জুনিয়ার হাই স্কুলের মিডডে মিলের টিনের ছাদ।এছাড়াও রানীপুরের মানিক মণ্ডল এবং নাটশালা গ্রামের সাধন চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ও বেনাগাড়ি গ্রামে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে । এছাড়াও রয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা । কখনো প্রতিনিয়ত কখনো বা একদিন অন্তর শীলাবৃষ্টি সহ কাল বৈশাখী চিন্তিত করে তুলেছে গঙ্গাজলঘাঁটির সবজি চাষীদের। তারা বলেন, বার বার প্রবল বৃষ্টি সঙ্গে শীলাবৃষ্টির ফলে আমাদের মাঠের ফসল নষ্ট হচ্ছে । এছাড়াও তারা খাসলা বা তিল চাষে ক্ষতির সন্মুখীন হওয়ার কথাও বলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)