গতকাল শ্রমিক স্পেশাল ট্রেন এসে পৌঁছাল বাঁকুড়া রেল স্টেশনে

Rohit Mohanta
2
Bankura-news-tathokari


মলয় সিংহ,বাঁকুড়া : রুজিরোজগারের টানে ভিন রাজ্যে যেতে হয় এ রাজ্যের শ্রমিকদের। স্বভাবতই ভিন রাজ্যে কর্ম করতে গিয়ে ছিল এ রাজ্যের নানান জেলার শ্রমিকরা, কিন্তু হঠাত্‍ লকডাউন জারি দেশ জুড়ে, যার জেরেই অনান্য রাজ্য গুলিতে আটকে পড়েছিল শ্রমিকরা। বৃহস্পতিবার এমনই কিছু শ্রমিক ফিরল জেলায় । তাদেরকে নিয়েআসা হয় শ্রমিক স্পেশাল ট্রেনে করে । ট্রেনটি গত মঙ্গলবার বিকেল পাঁচটার সময় গুজরাটের জামনগর স্টেশন থেকে  ছেড়ে আসে ,এবং পুরুলিয়ায় কিছু শ্রমিক নামিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ পৌঁছায় বাঁকুড়া রেল স্টেশনে । ট্রেন থেকে নামলেন বাঁকুড়া জেলার মোট ৭০জন শ্রমিক । এছাড়াও নামলেন পশ্চিম বর্ধমান জেলার ৪৮ জন শ্রমিক । তারপর শ্রমিকদের প্রথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় । এবং তাদের সরকারী বাসে করে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয় ।
দফায় দফায় লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পেরে আনন্দিত ।



একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

  1. আমি উমা দে
    এই পত্রিকা যতটুকু খবর পাই পড়ি, সত্যিই খুব ভালো লাগে পড়তে অন্যান্য পত্রিকা ও পড়ি তবে নিখুঁত খবরগুলো এতে পাই ধন্যবাদ আপনাকে

    উত্তরমুছুন
  2. খুব ভালো সংবাদ পরিবেশিত হচ্ছে।বহু অজানা সংবাদ তথ্যকারি মাধ্যমে পাচ্ছি। ধন্যবাদ সম্পাদক।
    অলোক দাঁ।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন