বাঁকুড়ার হাঁসপাহাড়ি জঙ্গলে উদ্ধার হল এক সদ্যজাত শিশু

staff reporter
0


তাপস সিনহা , বাঁকুড়া : 
একদিকে লকডাউন অন্যদিকে কর্মহীন অনেক শ্রমিক । এই দরিদ্র শ্রমিকদের অর্থসংকট দূর করতে রাজ্য সরকারের তরফে তাদের নিযুক্ত করা হয়েছে ১০০ দিনের কাজে । স্বভাবতই বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির হাঁসপাহাড়ি জঙ্গলেও ১০০দিনের কাজ প্রকল্পে যুক্ত রয়েছে অনেক শ্রমিক ।



প্রতিদিনের মতোই তারা আজ সকলেও কাজে আসে হাঁসপাহাড়ি জঙ্গলে, কিন্ত হঠাত্‍ তাদের কনে ভেসে আসে এক শিশুর কান্না । কান্নার আওয়াজ অনুসন্ধান করতে করতে পৌঁছায় একটি ঝোপের সামনে, এবং সেখানেই দেখতে পায় এক সদ্যজাত কন্যা সন্তানকে। তারপর তারা তড়িঘড়ি খবর দেয় গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতিতে ।



 এরপরই ঘটনাস্থলে ছুটে এসে সুস্থ ও স্বাভাবিক ওই কন্যা সন্তানকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি । সেখানেই আপাতত ঠাই হয়েছে সদ্যজাত ওই কন্যা সন্তানের । জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে  ।


gangajal-ghati-tathokari




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)