এখন আর বাইরে কোথাও নয় , বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেই হবে COVID-19 টেস্ট

staff reporter
0



মলয় সিংহ,বাঁকুড়া : বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের  নতুন ভবনে মাত্র ২১ দিনের ব্যাবধানে গতকালই তৈরি হল কোভিড- ১৯  শনাক্ত করণের ল্যাব ।  রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে অনুমতির পর থেকেই জোর কদমে শুরু হয়েছিল ল্যাব তৈরির কাজ । ইতিমধ্যেই রাজ্য  স্বাস্থ্য দফতরের পাঠানো প্রয়োজনীয় মেশিন পত্র পৌঁছে গিয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে।  কোভিড টেস্টের জন্য RT PCR  সহ আনুষঙ্গিক সমস্ত মেশিন পত্র চলে এসেছে বাঁকুড়া মেডিক্যালে । সেগুলি ইনস্টলেশনের কাজও সম্পন্ন।  



 হাসপাতাল সূত্রে জানা গেছে কোভিড টেস্টের জন্য ২জন মাইক্রোবায়োলোজিস্ট ও ৪ জন টেকনিশিয়ান টিম প্রস্তুত।  বাকি টিমও প্রস্তুত । 

 বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে ল্যাবের সব ধরনের প্রস্তুতি শেষ। শুধু মাত্র লালারসের নমুনা সংগ্রহের অপেক্ষা , তা মিললেই শুরু হবে কোভিড টেস্টের কাজ। ল্যাব চালু হলে প্রাথমিক ভাবে প্রতিদিন প্রায় ৪০ জনের  কোভিড টেস্ট সম্ভব হবে এবং ধীরে ধীরে সেই সংখ্যা আরো বাড়ানো হবে জানা যায় হাসপাতাল সূত্রে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)