অন্য ভাবে দিদির জন্ম দিন পালন! আর্তদের পাশে শিবনাথ ভাণ্ডারী

Ranjit Ghosh
1 minute read
0

 মলয় সিংহ, মেজিয়া, ২১মে: একদিকে করোনা আবহ এর উপর আবার বিধ্বংসি আমফান ঘূর্ণিঝড়। এই বিপর্যয়ের সময় যেখানে চারিদিকে অসহায় মানুষদের আর্তনাদ কারো বাড়িতে নেই খাবার , তো করো বাড়িতে চড়েনি হাড়ি, তাদের কথা ভেবে অর্ধগ্রাম এর শিবনাথ ভাণ্ডারী নামে এক ব্যক্তি, যিনি এলাকায় শিব নামে পরিচিত ছাত্র ছাত্রাবস্থা থেকেই তার রক্তে বিরাজমান সমাজ সেবা। শুধু করোনার সময়ই নয়, দরিদ্র মানুষদের সেবায় সর্বদাই নিয়োজিত রয়েছেন তিনি ।



কখনো আর্তের বাড়িতে খাবার পৌঁছানো, আবার কখনো নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে দরিদ্রদের সাহায্য করে চলেছেন শিবনাথ ভাণ্ডরী।আজ ছিল তার নিজের দিদি রিনা ভাণ্ডারী র জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষেই তিনি জেমুয়া র বেশকিছু অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন শাড়ি, নগদঅর্থ হ্যান্ড ওয়াস সহ একাধিক দ্রব্যসামগ্রী ।এই রকম ভাবে প্রতিনিয়ত দরিদ্রের পাশে থাকছে জেমুয়া গ্রামের একদল যুবক। তাদের মধ্যেই রয়েছেন শিবনাথ। দিদির জন্মদিনে তার এই সমাজসেবার প্রয়াস এক অনন্য নজীর গড়ার দাবীদার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025