মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা

Rohit Mohanta
1 minute read
0


Tathokari, বাঁকুড়া : এ  যেন গোঁদের উপর বিষফোঁড়া। হয়তোবা একেই স্রষ্টার মার বলে। একদিকে করোনার ভয়ে জড়সড় বাংলা। তার পরে আবার কদিন ধরে আমফানের তীব্র আতঙ্ক রাজ‍্যজুড়ে। এর মধ্যেই আবার ভূমিকম্পে কেঁপে উঠলো রাজ‍্যের একাধিক জায়গা। বুধবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড। জানা গেছে, বুধবার সকাল ১১.২৪ নাগাদ ওই ভূমিকম্পটি হয়। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এদিকে রাজ্যের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। বুধবার বিকেল ৪টে থেকে সন্ধে ৬টার মধ্যেই পূর্ণ শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা ওই ঘূর্ণিঝড়টির। ২০ টি বিপর্যয় মোকাবিলা দলকে বাংলায় ত্রাণের কাজ চালানোর জন্যে প্রস্তুত রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025