সুপার সাইক্লোনে পরিণত 'আমফান'! পশ্চিমবঙ্গ-ওড়িশায় কড়া সতর্কতা

Rohit Mohanta
1 minute read
0


Tathokari desk : দু'টি রাজ্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-ঘূর্ণিঝড় AMPHAN সম্পর্কে কড়া সতর্কতা জারি করেছে। রাতারাতি ‘অত্যন্ত মারাত্মক' ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আমফান। বুধবার এই ঝড়টি বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। “দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশগুলিতে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় ‘আমফান' গত ছয় ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পূর্বে সরে গিয়েছে," একটি বিবৃতিতে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি।


 আগামী ছয় ঘণ্টায় এই ঘূর্ণিঝড় আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আমফান সম্ভবত উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ অতিক্রম করে দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিঘা (পশ্চিমবঙ্গে মধ্যে) এবং হাতিয়া দ্বীপপুঞ্জে (বাংলাদেশ) ২০ মে (বুধবার) বিকেলে বা সন্ধ্যাবেলার দিকে “অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়” হিসাবে আছড়ে পড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025