ভিনরাজ্য থেকে ফিরে গ্রামের সহযোগিতায় ফাঁকা মাঠেই হল হোম কোয়ারেন্টাইন

Rohit Mohanta
0



নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দেশ জুড়ে চলছে করোনা আবহ , আর এই পরিস্থিতে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে, দেশ ও দশের সার্থে থাকতে হচ্ছে হোম কোয়ারান্টাইন পর্বে ।চেন্নাই থেকে ফিরে বাঁকুড়ার মেজিয়ার কাঁসাই গ্রামে নিজ বাড়িতেই হোম কোয়ারান্টাইনে থাকবে বলে মনস্থ করে ছিলেন কাঁসাই গ্রামের এক দল যুবক ।



 কিন্তু তা আর হল না, নিজের পরিবার ও গ্রামের সবার কথা ভেবে তারা ঢুকলো না নিজের বাড়িতে । গ্রামের সহযোগিতায় গ্রামের শেষ প্রান্তে ত্রিপল খাঁচিয়ে তৈরি করেছে অস্থায়ী গৃহ। আর এই গৃহেই ঝড়-বৃষ্টিকে সঙ্গী করেই চলছে দিনযাপন। সময় মতো খাবার , জল ইত্যাদি পৌঁছে দিচ্ছে গ্রামের লোকজন । এই একঘেয়ে জীবন যন্ত্রনা থেকে কবে মিলবে মুক্তি এখন সেদিকেই তাঁকিয়ে রয়েছে চেন্নাই ফেরৎ ওই শ্রমিক গুলি ।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)