মেজিয়া জুড়ে জীবাণুনাশক স্প্রে করলো আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন

Rohit Mohanta
0


মলয় সিংহ , বাঁকুড়া : চীন থেকে শুরু করে, প্রায় বিশ্ব ভ্রমণ করতে করতে করোনা ভাইরাস এবার থাবা বসাতে শুরু করেছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে। আর এই পরিস্থিতি মোকাবিলায় নেমেপড়ল মেজিয়ার আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । সংগঠনের বেশ কিছু সদস্য মিলে গত পরশু রাত্রি সাড়ে আট'টা নাগাদ মেজিয়া বাজার থেকে শুরু করে মেজিয়া হাসপাতাল,বিভিন্ন ঔষধের দোকান, ব্যাঙ্ক , এ.টি. এম সহ একাধিক জায়গায় জীবাণুনাশক স্প্রে করে ।



এছাড়াও কাল বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পরিবেশকে বাঁচতে এবং সবুজায়ান বৃদ্ধির লক্ষ্যে মেজিয়ার বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন ।এছাড়াও রয়েছে দুঃস্থদের সেবা করা । এভাবেই  দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কর্মযজ্ঞে অনড় রয়েছে আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন ।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)