বৃহস্পতি ও শুক্রবার ফের বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

Rohit Mohanta
1



চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে তা হবে হাল্কা থেকে মাঝারি মাপের। প্রাকৃতিক পরিস্থিতিতে বদল আসায় বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা।

 তবে সপ্তাহের শেষের দিকে আবারও একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি মরশুমে বারবার বৃষ্টির কবলে পড়ছে শীত। তার অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা।

 চলতি সপ্তাহে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার পিছনেও সেই ঝঞ্ঝা কাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁদের বক্তব্য, পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে শীতল বায়ু ঢুকছে, তা সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে আসা পুবালি বাতাসের সঙ্গে মিশে মেঘ-বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে।

 কলকাতা সহ গোটা রাজ্যে গত সপ্তাহে যে বৃষ্টি হয়েছিল, তার অন্যতম কারণ ছিল এই পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝা যত ঘনঘন আসে উত্তর ভারতে, ততই ঘনঘন বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। ঠান্ডাকে জিইয়ে রাখতে তা একটা উপকরণও বটে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতায় তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

স্বাভাবিকের তুলনায় তা তিন ডিগ্রি কম। এদিকে দিনের বেলা রোদের তেজ থাকলেও, কিছুটা সক্রিয় ছিল উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বৃষ্টির পরিস্থিতি যত এগিয়ে আসবে, রাতের পারদ ততই চড়বে। তবে বৃষ্টির প্রভাব কেটে গেলে আবারও একটু শীত ভাব ফিরে আসতে পারে বলে আশা জুগিয়েছে হাওয়া অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন