মলয় সিংহ,তথ্যকারি বাঁকুড়া :- বাঁকুড়া শহরের বেশ কিছু বাজারে ভিড় অব্যাহত। বারবার প্রচার চালিয়ে লাভ হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা যেন কানেই পৌঁছয়নি কারোর। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার করা সত্ত্বেও কিছু মানুষ এখনো তা মানছেন না অনেক জায়গাতেই।
যদিও বাঁকুড়ার সোনামুখী তে এর চিত্র দেখা গেল ভিন্ন । বাঁকুড়ার সোনামুখীর এই প্রথম যেখানে সোমবার থেকে জন সাধারণের জন্য সোনামুখী থানার ওসি নিজে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। সোমবার সকাল থেকেই সোনামুখী রথতলায় তিনি নিজে সাধারন মানুষের থার্মাল স্ক্রিনিং করলেন।
তাছাড়াও হাত স্যানিটাইজ করে বাজারে ঢোকা বাধ্যতামূলক করেছেন তিনি। দূরত্ব মেনে সমস্ত জায়গায় লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। সামাজিক দূরত্ব বাজায় রাখা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে বাজার। একসঙ্গে বহু মানুষকে বাজারে ঢোকার অনুমতি দিচ্ছে না পুলিশ। ভিড় কমাতে ভিতর থেকে বহু বিক্রেতাকে বের করে এনে বাইরেও বসানো হয়েছে।
সোনামুখী থানার ওসি মাননীয় আব্দুস সামাদ আনসারী জানান যে বেশ কিছুদিন আগের থেকেই তারা সোনামুখী বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে । এবং নানা ভাবে মানুষকে ঘরে থাকার আর্জিও জানিয়েছেন । আর আজ তিনি নিজে সাধারন মানুষের জন্য থার্মাল স্ক্রিনিং করলেন।
তার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা ।