লক ডাউনে মদের আকালের বাজারে বিপুল পরিমান মদ আটক বাঁকুড়ায়

Rohit Mohanta
1 minute read
0


মলয় সিংহ, তথ্যকারি বাঁকুড়া : লক ডাউনের  জেরে বন্ধ সমস্ত পানশালা।  টানা একমাস ধরে বন্ধ মদের দোকানও। বাড়িতে যে টুকু মজুত ছিল তাই নিয়ে আর ক' দিন বা চলে। ফলে জেলা জুড়ে চলছে মদের আকাল। রাতে একটু আধটু মদের গ্লাসে চুমুক না দিলে যাদের ঘুম আসেনা তাঁদের হাহাকার এখন জেলাজুড়ে।  এই হাহাকার  পরিস্থিতিতে মদ পাচার কে কেন্দ্র করে চাঞ্চল্য  বাঁকুড়ার ভাদুল গ্রামে
রাতের অন্ধকারে চুপিচুপি বাঁকুড়া শহর লাগোয়া ভাদুলে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের ওয়ের হাউস থেকে সবজি স্টিকার লাগানো সাতটি গাড়িতে বিপুল পরিমান বিদেশী মদ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল জেলার বিভিন্ন প্রান্তে।  স্থানীয় মানুষজনেরা এই মদ পাচার অবৈধ এই অভিযোগ তুলে গাড়ি গুলিকে আটকে  বাঁকুড়া সদর থানায় খবর দেয়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ হানা দেয় সেখানে।  আটক করা হয় মদ বোঝাই গাড়িগুলি ।  

 লক ডাউনে যেখানে মদ বিক্রি সম্পুর্ন নিষিদ্ধ সেখানে এত বিপুল পরিমান মদ কোথায় যাচ্ছিল? উত্তর খুঁজছে পুলিশ।  খতিয়ে দেখা হচ্ছে গাড়িগুলির নথিপত্রও।  যদিও জেলার বিভিন্ন প্রান্তে যারা এই মদ নিয়ে যাচ্ছিলেন তাঁদের দাবি আবগারি দফতরের বৈধ অনুমতি নিয়েই তাঁরা মদ পরিবহন করছিলেন। 

বাঁকুড়া বিজেপি সাংসদ সুভাষ  সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার সাথে সাথে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন সংসদ।


অন্যদিকে  রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা জানান প্রশাসন  বিষয়টি তদন্ত করে  সঠিক পথেই হাঁটবে ।তার সাথে সাথে  সাংসদের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধেও  পাল্টা প্রতিক্রিয়ায় সরব পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025