দুর্গাপুরে করোনা সন্দেহ ভর্তি থাকা দুজনের-ই করোনা রিপোর্ট নেগেটিভ।

Rohit Mohanta
0
দুর্গাপুরে করোনা সন্দেহ ভর্তি থাকা দুজনের-ই করোনা রিপোর্ট নেগেটিভ।


Tathokari, দুর্গাপুর ১৩মে:- সনোকা নার্সিং হোমে ভর্তি থাকা দুই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ। এখনো পর্যন্ত দুর্গাপুর করোনা মুক্ত, জানালেন সনোকা হাসপাতাল কর্তৃপক্ষ। ১০-ই মে দুর্গাপুর এর একটি বেসরকারী হাসপাতাল থেকে করোনা সন্দেহে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের সনোকা কোভিড হাসপাতালে। তাদের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত, ও কিডনির সমস্যায় ভুগছিলেন। অপরজন COPD রোগে আক্রান্ত। দুই ব্যক্তির-ই বয়স ৭০ -এর ঊর্ধ্বে। করোনা পরীক্ষার পর তাদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ আশায় পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হবে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল টিতে। দুর্গাপুরে মাত্র দু'জন রোগী করোনা সন্দেহ ভর্তি ছিলেন। বর্তমানে দুজনেরই রিপোর্ট নেগেটিভ হোয়াই শিল্প শহর দুর্গাপুর আপাতত গ্রীনজনে ফিরে গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)