লকডাউনে গৃহবন্দী মহিলাদের পাশে দাঁড়ালো 'আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন'

Ranjit Ghosh
1 minute read
0
নিজস্ব প্রতিনিধি, মেজিয়া, ২০এপ্রিল :
করোনা মোকাবেলায় সারা বিশ্ব জুড়ে চলছে লকডাউন । বাড়িতে থাকার আর্জি জানাচ্ছে প্রশাসন। তাই এই লকডাউনে যে স্যানিটারি ন্যাপকিন পাওয়ার একটা সমস্যা তৈরি হবে সেটা স্বাভাবিক। রাস্তায় বেরনোও এখন সঠিক নয়। কিন্তু ঋতুচক্র তো স্বাভাবিক নিয়মেই হয়। তা মানে না কোনও লকডাউন। এই সময়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছে মহিলারা। কারণ অনেক স্থানেই এর জোগান খুবই কম। তাই এই সংকটময় পরিস্থিতিতে তাদের কথা ভেবে এগিয়ে এল আমাদের আশার আলো চ্যারিটেবল্ ফাউন্ডেশনের মহিলা সদস্যরা। দীর্ঘ লকডাউনের কারনে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে মেজিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষেরা । একমুঠো অন্ন সংস্থান করতেই নাজেহাল অবস্থা এই নিম্নবিত্ত পরিবারগুলির। এই দুঃসময়ে দাঁড়িয়ে আধপেটা অবস্থায় যখন দিন কাটছে গরীব মহিলাদের তখন তাঁদের স্যানিটারি ন্যাপকিন কেনার ভাবনা মাথায় আসে না। ইচ্ছে থাকলেও যে উপায় নেই। তাই এরকমই সংকটময় পরিস্থিতিতে তাঁদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল আশার আলো চ্যারিটেবল্ ফাউন্ডেশনের মহিলা সদস্যরা। বিগত ৩ বছর ধরে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আশার আলো চ্যারিটেবল্ ফাউন্ডেশন। তবে এই লক ডাউনের সময় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরন হল তাদের এক অন্যরকম প্রয়াস ।

আশার আলো চ্যারিটেবল্ ফাউন্ডেশনের মহিলা সদস্য সোনিয়া দাস বলেন - "এখনো পর্যন্ত তারা মেজিয়া ও তার পার্শ্ববর্তী গোপালগঞ্জ, অর্ধগ্রাম,ভাড়া,ভুলুই, তেওয়ারীডাঙ্গা, রামচন্দ্রপুর এবং পুরুনিয়ায় মোট ৬৭ জন মহিলার হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেয়" । এবং তিনি আরও বলেন "এই মূহুর্তে আমাদের কাছে আরও বেশ কিছু স্যানিটারি ন্যাপকিন অবশিষ্ট রয়েছে " এবং তা বিতরণের কাজও চলছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025