করোনা প্রকোপে সারা বিশ্ব আজ চার দেওয়ালের মধ্যে অবাধ্য, রুটি রুজি এর টান কিন্তু দেখা দিচ্ছে। প্রথম প্রথম সামাল দিতে পারলেও মানুষ কিন্তু বাইরে বেরিয়ে যেতে একপ্রকার বাধ্য হয়ে পড়ছে । সেই জন্যই সরকারের সাথে সাথে বিভিন্ন সংগঠন, এনজিও চেষ্টা করছে অসহায় মানুষ গুলোর পাশে থাকার। এই সময় জঙ্গল মহলও কিন্তু পিছিয়ে নেই। জঙ্গল মহলের রানীবাঁধেও দেখা গেল সেই প্রচেষ্টা। কিছু দিন আগেই পথ শুরু করেছিল "টিম নিঃস্বার্থ" নামের একটি সংস্থা। মূলত পুরাতন জামা কাপড়,পুরাতন জিনিস সঙ্গে কিছু অত্যাবশ্যক জিনিস জঙ্গলের গ্রামগুলিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কয়েক মাস আগে তৈরি হয়েছিল এই সংস্থাটি। টিম নিঃস্বার্থ এর সভাপতি সুপ্ৰতিম মণ্ডল জানাচ্ছেন, "বর্তমানে মানুষকে দুমুঠো ভাত তুলে দেওয়াটাই চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি এ লড়ায়ে প্রান্তিক মানুষ গুলো যাতে একা না পড়ে যায়।"
এই সংস্থার অন্যতম সদস্য মনোজিত হালদার জানান ,"যদিও ক্ষমতা আমদের সীমিত, কিন্তু "টিম নিঃস্বার্থ" এর প্রতিটি সদস্যই চায় আমদের শেষ বিন্দু পর্যন্ত মানুষের পাশে থাকার চেস্টা চলিয়ে যেতে।" এই সংস্থার পক্ষ থেকে আজ রানীবাঁধের লেদাপাকুড় গ্রামের শবর পরিবার গুলোর হতে তুলে দেওয়া হয় ....
মুড়ি, আলু, পিঁয়াজ, মুসুর ডাল, সয়াবিন, সরিষা তেল, নুন, সাবান, লাউ, কাঁচা কলা, কাঁচা লঙ্কা, করলা, বিস্কুট, হলুদ গুড়া ইত্যাদি ।
যেহেতু স্কুল, আইসিডিস এখন বন্ধ তাই অন্ত্বস্বত্বা মা, শিশুদের সাথে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের
জন্য অল্প ডিমেরও ব্যাবস্থাও করা হয়। সাথে ছিল মহিলাদের জন্য স্যানিটারি নাপকিন।
টিম নিঃস্বার্থ এর সেক্রেটারি বাপি খান জানান "আমাদের কয়েক জন বন্ধু আত্মীয়রা প্রতি মাসে যে যেমন পারে সেই দিয়ে একটা ফান্ড তৈরি করেছি,সঙ্গে কিছু মানুষের সাহায্য সেটা থেকেই এই সব জিনিস কেনার চেষ্টা করছি। তবে বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে গেলে অনেকেরই সাহায্য প্রয়োজন। তাই কেও যদি এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা অন লাইন টাকা সেন্ড করতে পারেন। তার জন্য 9681760659 এই নাম্বারে ফোন পে,গুগোল পে,পে টি.এম করতে পারেন " ।
কিছু দিন আগে "টিম নিঃস্বার্থ" কে কন্যাশ্রী র 15 হাজার টাকা দেওয়া একাদশ শ্রেণীর ছাত্রী শুভ্রা দে জানাল,"আমি খুব খুশি এদের মুখে হাসি দেখে, সত্যিই আমার খুব ভালো লাগছে " ।
লেখা ও তথ্যচিত্রে : শুভেন্দু লায়েক
ভালো উদ্যোগ । কিন্তু এগুলো তো সবাই করছে তাহলে গরীব কে ? সবাই দান কোন গরীব কে করছে ?
উত্তরমুছুনএটার উত্তর প্রশাসনের কাছে পাবেন এদের কাছে নয়ে । এরা শুধু সমাজকে খোলা চোখে দেখে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
মুছুন