রঞ্জিত ঘোষ, গঙ্গাজলঘাঁটি , ১৯এপ্রিল : করোনা সংক্রমণ ঠেকাতে , দেশজুড়ে ৩রা মে পর্যন্ত জারি রয়েছে 'লকডাউন' । গৃহবন্দী রয়েছে জনগণ । স্বভাবতোই একই ছবি গঙ্গাজলঘাঁটি জুড়ে । বন্ধ অধিকাংশ দোকানপাট কলকারখানা , কর্মহীন অসংখ্য দরিদ্র শ্রমিক । এই পরিস্থিতিতে কোনো দরিদ্র মানুষ যাতে অভুক্ত না থাকে এই মনোবাঞ্ছা নিয়েই দুঃস্থ- দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসে এক অনন্য নজির গড়ল গঙ্গাজলঘাঁটির অন্তর্গত ' কেশিয়াড়া শিবসংঘ ' ক্লাব ।
এদিন সকাল থেকেই ক্লাবের সদস্যরা কেশিয়াড়া গ্রামের প্রায় ১০০টির মতো দরিদ্র পরিবারের হাতে তুলে দেয়, দু'কিলো করে চাল , এক'কিলো করে আলু এবং এক প্যাকেট করে লবণ । বিনামূল্যে খাদ্যদ্রব্য পেয়ে হাসি ফুটেছে কর্মহীন দরিদ্র পরিবারগুলিতে ।
ক্লাবের সদস্য বিভাস চক্রবর্তী জানান , আজ আমরা ১০০টির মতো দরিদ্র পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলাম । আগামী দিনে আমরা আমাদের এই প্রয়াসকে আরো এগিয়ে নিয়ে যাব ।
এদিন সকাল থেকেই ক্লাবের সদস্যরা কেশিয়াড়া গ্রামের প্রায় ১০০টির মতো দরিদ্র পরিবারের হাতে তুলে দেয়, দু'কিলো করে চাল , এক'কিলো করে আলু এবং এক প্যাকেট করে লবণ । বিনামূল্যে খাদ্যদ্রব্য পেয়ে হাসি ফুটেছে কর্মহীন দরিদ্র পরিবারগুলিতে ।
ক্লাবের সদস্য বিভাস চক্রবর্তী জানান , আজ আমরা ১০০টির মতো দরিদ্র পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলাম । আগামী দিনে আমরা আমাদের এই প্রয়াসকে আরো এগিয়ে নিয়ে যাব ।