রঞ্জিত ঘোষ , গঙ্গাজলঘাঁটি ২৩এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন, গৃহবন্দী হয়েছে আমজনতা । পরিবারের হাল সামলাতে হিমশিম খাচ্ছে দিনআনা দিনখাওয়া মানুষগুলি । এই সংকটময় পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন হলাইগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্চনা কুম্ভকার । কর্মসূত্রে তিনি বাঁকুড়া শহরে থাকলেও, লকডাউনের এই দুর্দিনে তার গ্রামের বাড়ি তথা গঙ্গাজলঘাঁটির কেশিয়াড়া গ্রাম, সেখানকার ১২০জন দুঃস্থ মানুষকে তার ব্যাক্তিগত অর্থের মাধ্যমে দুকিলো করে চাল , এককিলো আলু , এক প্যাকেট লবণ এবং এক প্যাকেট করে স্যয়াবড়ি প্রদান করে এক নজির গড়লেন তিনি । গ্রহীতাদের মধ্যে টোকেন বিতরণ থেকে শুরু করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির সামাজিক দূরত্ব বজায় রাখা, সব ক্ষেত্রই তদারকির মাধ্যমে অর্চনা দেবীকে সাহায্য করে 'কেশিয়াড়া শিবসংঘ' নামে স্থানীয় একটি ক্লাব ।
স্কুল শিক্ষিকা অর্চনা কুম্ভকার বলেন , আমি ১২০জন দুঃস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলেদিতে পেরে এবং তাদের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি ।