ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চালকের

Ranjit Ghosh
1 minute read
0

নিজস্ব প্রতিনিধি  , দুর্লভপুর, ১৯এপ্রিল : প্রতিদিনের মতো গতকালও ড্রম্পার চালিয়ে সংসারের হাল টানতে  বেরিয়ে পড়েছিলেন মেজিয়ার পলাশী গ্রামের বাসিন্দা  দীপেন খাঁ । ড্রম্পার চালিয়েই  তিনি সংসারের ব্যয়ভার বহন করতেন , পরিবারের সদস্যদের মুখে তুলে দিতেন অন্ন । বেশ আনন্দেই কাটত দিনগুলি । কিন্তু আজ এক লহমায় সেই  আনন্দ যেন পরিণত হল বিষাদে, যখন পরিবারে এলো দীপেন খাঁ এর মৃত্যুর খবর । রবিবার রাতে তিনি ডি.ভি.সি'র ছাঁই লোড করতে এসেছিলেন,  ডি.ভি .সি ' র লটিয়াবনী ছাঁই ড্যাম্পে। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়  নিজ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে । ঘটনাটি ঘটে প্রায়  রাত ১২টা ১৫মিনিট নাগাদ । ঘটনাস্থলে  গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এসে  পৌঁছালে,   মৃতদেহ আগলে রেখে নিজেদের বীমা সুরক্ষার দাবী নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে অনান্য গাড়ির চালকেরা । শেষপর্যন্ত প্রশাসনের আশ্বাসে চালকেরা বিক্ষোভ তুলে নিলে , পুলিশের তরফে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সন্ম্মীলনি কলেজ ও হাসপাতালে ।




প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় ,  মেজিয়ার পলাশীর বাসিন্দা দীপেন খাঁ  মালিকের ডাম্পার নিয়ে ডি.ভি.সি ছাঁই ড্যাম্পে এসেছিলেন ছাঁই লোড করতে । তখন তিনি গাড়ির যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে, তা মেরামতের জন্য গাড়ির নীচে প্রবেশ করেন, এবং  আচমকাই এগিয়ে যায়   ডাম্পাটি । পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটানা  স্থলেই মারা যান দীপেন খাঁ নামে ঐ চালক ।

দীপের খাঁ এর মৃত্যুতে পলাশীগ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025