শিশুশিক্ষা ও শিশুপুষ্টিতে এলাকার মানুষকে নতুন দিগন্ত দেখাচ্ছে মেজিয়ার উর্দ্ধবপুর প্রাথমিক বিদ্যালয়।

Malay Singha
1 minute read
0
মলয় সিংহ, তথ্যকারি বাঁকুড়া : করোনার আবহে দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে যখন সোশাল মিডিয়া জুড়ে এক বিশেষ শ্রেণীর শিক্ষক বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে সেই আংগিকে দাঁড়িয়ে উর্দ্ধবপুর প্রাথমিক বিদ্যালয়ের এক ব্যাতিক্রমী প্রয়াস।উর্দ্ধবপুর প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশিকা অনুসারে তিন কেজি চাল ও তিন কেজি আলু বিতরণের সাথে শিশুদের পুষ্টির কথা চিন্তা করে মাননীয় সন্তু সিংহ, অবর বিদ্যালয় পরিদর্শক, মেজিয়া চক্র, মহাশয়ের অনুপ্রেরণায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ব্যাক্তিগত উদ্যোগে এবং কিছু গুনীজনের উদার আর্থিক সহযোগিতায় প্রতিটি ছাত্র ছাত্রীর অভিভাবকদের হাতে অল্প পরিমানে মুসুর ডাল, সোয়াবিন, তেল, পেঁয়াজ এবং সাবান তুলে দেওয়া হল।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ণব মণ্ডল আরো জানিয়েছেন শুধু খাদ্য নয় দীর্ঘ ছুটির কারণে বিদ্যালয়ের শিশুদের শিক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে বাংলার শিক্ষা পোর্টালের মডেল বাড়ির কাজ তুলে দেওয়া হয়েছে। সেই সাথে সাহায্যকারী প্রত্যেক ব্যাক্তির কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । ধন্যবাদ জানিয়েছেন সমস্ত অভিভাবক বৃন্দকে সোশাল ডিসটেন্সিং মেনে চলার জন্য এবং সকলকে বাড়িতে থাকার আর্জিও জানিয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 16, March 2025