লক ডাউনকে উপেক্ষা করে দেদার ভিড় বাড়ছে বাজারগুলোতে

Malay Singha
0
মলয় সিংহ, বাঁকুড়া: সারা পৃথিবী জুড়ে চলছে লকডাউন। তাই মারণ ভাইরাস করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা আতঙ্কে মানুষের মধ্যে ভয় কমেছে,ভিড় বাড়ছে বাজার গুলোতে। বাজার করার নামে কিংবা ওষুধ কেনার নামে পাড়ার মোড়ে আড্ডার আসরের কলেবর বাড়ছে ক্রমশই। দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বারংবার বার্তা দিচ্ছেন যারা কেনাকাটা করতে দোকানে বা বাজারে যাবেন, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন । কিন্তু এই লকডাউনকে উপেক্ষা করে বাঁকুড়া সহ মেজিয়ার বাজারেও উপচে পড়ছে ভিড়। পুলিশের ভয়ে প্রথম দু’দিন অনেকেই ঘরবন্দি ছিলেন। কিন্তু দিন যত গড়াচ্ছে মানুষের ততই ঘর থেকে বেরনোর প্রবণতা বাড়ছে। হাটে-বাজারে গা ঘেঁষাঘেঁষি করে আড্ডা, গ্রামের মোড়ে মোড়ে চায়ের আসর চলছে পুরোদমে। তবে প্রশাসন তাদের কাজে কোনো গাফেলতি না করে বার বার মানুষ কে ঘরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে । তবে এখন মানুষ যে ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশের তোয়াক্কা না-করে রাস্তায় বার হচ্ছেন, বাজারে ভিড় জমাচ্ছেন, তাতে মনে হচ্ছে সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে।’'

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)