১২ এপ্রিল,মলয় সিংহ বাঁকুড়া: করোনাভাইরাসের কারণে গোটা পৃথিবী জুড়ে চলছে লকডাউন। বন্ধ আছে পরিবেশ দূষণকারী সব প্রতিষ্ঠান । বিজ্ঞানীর বলছেন, মানব সৃষ্ট কারণে ক্ষতিগ্রস্থ হয়েছিলো ওজন স্তর তা আবার ধীরে ধীরে সেরে উঠছে।দূষণ কমছে, ধীরে ধীরে সজীব হচ্চে পৃথিবী! একই সঙ্গে দূষণের ক্ষত সারিয়ে ধীরে ধীরে ‘সুস্থ’ হয় উঠছে বায়ুমণ্ডেলের ওজন স্তরও! দূষণের ক্ষত সারিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্চে বায়ুমণ্ডেলের ওজন স্তর।

বিজ্ঞানীদের দাবি, লক ডাউনের জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে বায়ু দূষণের মাত্রা। ফলে তার প্রভাব পড়তে শুরু করেছে আমাদের পরিবেশ ও ওজন স্তরেও।
লকডাউনের জন্য বন্ধ হয়েছে রাস্তায় যানবাহন চলাচল। যানবাহন তো দূরের কথা, বাড়ির বাইরে এক পা বেরনোর আগেও দুবার ভাবছেন সকলে। ১৩০ কোটি দেশবাসী আপাতত ঘরে বসেই দিন কাটাচ্ছেন। বন্ধ সমস্ত কলকারখানা তাই বিঞ্জানীদের মতে পৃথিবী জুড়ে দূয়নের মাত্রা কমেছে প্রায় ২৫ শতাংশ ।
অন্যদিকে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় মাঝেমধ্যেই গুঁড়ি বৃষ্টি হচ্ছে বেশকিছু জায়গায় ফলে কমছে দূষণের তীব্রতা।” তাই লকডাউনের জেরে বাতাসে ধূলিকণার পরিমাণ কমায় বাড়িতে বসে শহর ও শহরতলির মানুষেরাও পরিশুদ্ধ শ্বাস নিতে পারবেন বলেই মত পরিবেশবিদদের।