করোনা যুদ্ধে সামিল হয়ে দুঃস্থদের মুখে অন্ন তুলেদিলেন পূর্বমেদিনীপুরের বেশ কিছু ব্যাক্তি

Ranjit Ghosh
1 minute read
0
তথ্যকারি , পূর্বমেদিনীপুর, ১৭এপ্রিল :
দেশজুড়ে চলছে করোনা আতঙ্ক । করোনা ঠেকাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারে তরফে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি । আর এরই এক অঙ্গহিসেবে ৩রা মে পর্যন্ত দেশজুড়ে ঘোষণা করা হয়েছে লকডাউন । গৃহবন্দী রয়েছে জনগণ । এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে, তাদের মুখে অন্ন তুলে দিয়ে মানবিকতার এক নজির গড়লেন পূর্বমেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অশিত নায়েক নামে এক চিকিৎসকসহ মোট ছয়জন মিলে। গতকাল সকাল থেকেই তারা হাউর রেল স্টেশন চত্ত্বরে বেশকিছু দুঃস্থদের মুখে তুলে দিলেন ভাত, ডাল, সবজি ও জলের বোতল । এছাড়াও তারা তাদের গ্রামে পঁচিশটির মতো দুঃস্থ পরিবারের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, কাঁচা সবজি ইত্যাদি । অশীত নায়েক , সহদেব কর , মনস মন্ডল , দিব্যেন্দু আদক , শ্রীমন্ত মাইতি এবং দেবদাস মান্না'দের কাছ থেকে দান সামগ্রী পেয়ে দুঃস্থ পরিবারগুলি রীতিমতো খুশি ।


ছবিও তথ্য:-অশিত নায়েক 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)