প্রান্তিক অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস গ্রহণ করলো " নবজাগরণ " স্বেচ্ছাসেবী সংস্থা

Rohit Mohanta
1 minute read
1


তথ্যকারি, প্রতিবেদন:
 একাধিক মানবিক মনের মিলন ঘটিয়ে বাকুঁড়া শহরের লোকপুরের কিছু উদ্যোগী যুবক যুবতী মিলে সেবামূলক কাজ করার জন্য গড়ে তুলেছে "নবজাগরন" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আর করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই যখন দেশজুড়ে চলছে লকডাইন ঠিক তখনই নানা সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।
ইতিমধ্যেই গত পাঁচদিন বাকুঁড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের খাবারের ব্যবস্থা করেছেন নবজাগরনের সদস্য-সদস্যারা।  প্রান্তিক অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস গ্রহণ করে তাদের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন সহ নানান প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে । আগামীতেও তারা একাজ চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।
রাজগ্রাম ব্রীজের কাছে, লোকপুরের মালপাড়া সহ বেশ কিছু জায়গায় তারা এই লকডাইনের সময় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ।



 সংস্থার অন্যতম সদস্য শিক্ষক বাবন নন্দী জানান, " সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা তাদের এই সেবামূলক কাজ চালিয়ে যাবার জন্য অর্থিক ও মানসিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ"।



ছবি ও তথ্য : শুভেন্দু লায়েক

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

  1. এই রকম একটি কাজের জন্য " নবজাগরণ " স্বেচ্ছাসেবী সংস্থা কে জানাই আন্তরিক অভিনন্দন ।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন